Thursday, November 21, 2024
Homeআলোচিতখাটের নিচে ৩ মরা বিড়ালের সঙ্গে রাসেল ভাইপার, অতঃপর...

খাটের নিচে ৩ মরা বিড়ালের সঙ্গে রাসেল ভাইপার, অতঃপর…

ভোলার ইলিশা ও দৌলতখান থেকে একই দিনে দুটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে আতঙ্কিত হয়ে সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। মঙ্গলবার (১৮ জুন) সকালে ইলিশা ও রাতে দৌলতখানে সাপ দুটি পাওয়া যায়।

এদিকে মঙ্গলবার (১৮ জুন) রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের জালু মাঝির বসতঘর থেকে আরো একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়।

জালু মাঝি জানান, তার বসতঘরে খাটের নিচে তিনটি বিড়ালকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে দেখতে পায়। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশে জালের সঙ্গে পেচানো অবস্থায় একটি রাসেল ভাইপার পাওয়া যায়। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটিচাপা দেন।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post