Wednesday, December 3, 2025

Top 5 This Week

Related Posts

হাসিনার পতনের দিন সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘আন্দোলন’

ছাত্রজনতার তোপের মুখে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত সোমবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের খবরে উল্লাসে মেতে ওঠেন সাধারণ জনতা। যেই স্রোতে গা ভাসান তারকা থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ।

এরই মাঝে ভক্তদের সঙ্গে নিজের জীবনের অন্যতম এক সুখবর শেয়ার করেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাবিলা ইসলাম।

শেখ হাসিনার পতনের দিনেই প্রথমবারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। তার সংসার আলো করে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান।

৫ আগস্টকে ‘স্বাধীন’ বাংলাদেশ উল্লেখ করে মেয়ের আগমনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

তীব্র আন্দোলনের মুখে সরকারের পতনের কারণে মেয়ের নামও ভালোবেসে ‘আন্দোলন’ রেখেছেন নাবিলা।

বাংলাদেশের পতাকায় মোড়ানো নবজাতকের একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে ‘আন্দোলন’।

মা হওয়ার খবরে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন নাবিলা। অভিনেত্রী মনিরা মিঠু এক মন্তব্য বলেন, আহা, মা-মেয়েকে বিজয়ের শুভেচ্ছা। অনেক অনেক দোয়া রইলো।

প্রসঙ্গত, ২০২০ সালে বিয়ের কথা প্রকাশ্যে আনেন নাবিলা। গোপনেই বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। এবার জানালেন তার মা হওয়ার খবর।

Popular Articles