Tuesday, July 1, 2025

Top 5 This Week

Related Posts

বন্যার্তদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ অনুভব হলো: বুবলী

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলা। বন্যায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। সশরীরে গিয়ে নোয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। পরে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ, এটা আমার মানসিক শান্তি।

তিনি আরও লিখেছেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে।

সবশেষে অভিনেত্রী লিখেছেন, সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।
বন্যার্তদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ অনুভব হলো: বুবলী
ভক্ত-অনুরাগীরা বুবলীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

রিদওয়ান রামিম নামে একজন লিখেছেন, খুব ভালো লাগলো দেখে। মাশাআল্লাহ দোয়া করি এভাবেই মানুষের সঙ্গে থাকুন সবসময়।

আমিনুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করেছেন।

শেখ উজ্জ্বল হোসাইন লিখেছেন, ভালোবাসা রইলো আপু, সামনে এগিয়ে যান।

জান্নাতুল মৌমি নামে আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আপু অনেক মহৎ কাজ করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।

Popular Articles