এবারের দুর্গাপুজোর সময়ে ভারতে যাবে না ইলিশ। এই বিষয়টি বাংলাদেশ অনেক আগেই নিশ্চিত করেছে। ড.মুহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়, ইলিশের জোগান কম থাকায় রফতানি বন্ধ করে দেশের মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে। তবে আনন্দবাজর পত্রিকা বলছে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এ বার পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন:
গণমাধ্যমটির দাবি ভারত থেকে ডিম আমদানি করে আমিষের চাহিদা পূরণ করেছে বাংলাদেশ। ভিত্তিহীনভাবে কোন প্রমাণ ছাড়াই আনন্দবাজার পত্রিকায় বলা হচ্ছে ভারত ডিম রপ্তানি করায় বাংলাদেশে ডিমের দাম নেমে এসেছে অর্ধেকে।
ভারতীয় গণমাধ্যমটিতে বলা হয়, বাংলাদেশের বাজারে প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কমবেশি ৭০ টাকা। শেখ হাসিনা সরকারের সময়ে আলুর দাম ছিল ৪০-৪৫ টাকার আশপাশে। এই তথ্যটিও ভিত্তিহীন। বাংলা এডিশনকে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, পাইকারী বাজারে আলুর দাম এখনো ৪৫ টাকা।
আরও পড়ুন:
যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরি করায় বিমানের ৫ ট্রাফিক হেল্পার গ্রেপ্তার
৬ ব্যাংকে এস আলম গ্রুপ ও পরিবারের সদস্যদের ১.০৯ লাখ কোটি টাকা জমা, এনবিআরের অনুসন্ধান
পেঁয়াজ নিয়েও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে আনন্দবাজার। পত্রিকাটিতে বলা হয়, হাসিনা সরকারের আমলে চেয়ে বর্তমানে পেঁয়াজের দাম দেড় গুন বেশি।
পত্রিকাটিতে মুলত ইলিশ না পাওয়ার ক্ষোভ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে হাসিনা সরকার না থাকায়,ঢাকা-দিল্লির সম্পর্কের অবণতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যে।