Friday, July 4, 2025

Top 5 This Week

Related Posts

দীর্ঘ ১৫ বছর পর বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ

“এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে”- এ প্রতিপাদ্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি- এই ভিশনকে সামনে রেখে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পরে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা. উসামা রায়হান।

নবাগত শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য নয়। দল-মত, জাতিধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।

অর্থ সম্পাদক তোফায়েল হোসেন তোহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ রাজু, কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ।

কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে দাওয়াতী উপকরণ বিতরণ করা হয়।

Popular Articles