Tuesday, October 15, 2024
Homeআলোচিতপ্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের বৃদ্ধা নিহত

প্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের বৃদ্ধা নিহত

গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজে পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।
আরও পড়ুন:

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post