যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি এবং তার আট বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) নিউ জার্সিতে মেয়ে ও বাবাকে পাশাপাশি দাফন করা হয়। এদিন তাদের জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।
নিহত শরফু উদ্দিনের (৩৬) বাড়ি ফেনীর ফরহাদ নগরে। তার ৮ বছর বয়সী মেয়ে রামিসাও মারা গেছে দুর্ঘটনায়। গুরুতরভাবে আহত হয়েছেন শরফুর ২৬ বছর বয়সী স্ত্রী। অচেতন অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন।
রবিবার (৬ এপ্রিল) রাত সোয়া ১০টায় বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট ২৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ জার্সি পুলিশের মুখপাত্র জেফরি লেবরন। নিউ জার্সির এলিজাবেথ সিটির বাসা থেকে এই পরিবার যাচ্ছিল পেনসিলভেইনিয়ার ডেলাওয়ার স্টেটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেফরি লেবরন জানান, শরফু একটি “হুন্দাই টুসন” গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। এসময় একটি “হুন্দাই সান্তা ফে” গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে রাস্তার পাশের গার্ডরেলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে ওঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর দুইটি গাড়িই রাস্তা থেকে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
হুন্দাই সান্তা ফে গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়েসী এক তরুণী। তিনি থাকেন ফ্লোরিডায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও ভালো নয়।
নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সিতে থাকতে শুরু করেন শরফু উদ্দিন। একটি ফাস্টফুডের দোকানের ম্যানেজার ছিলেন তিনি।