জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গীদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তবে এই সফরের শুরুর দিনেই নিউ ইয়র্কে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন বিএনপি ও এনসিপির নেতারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে বের হওয়ার পর জামায়াত-শিবিরের নেতারা তাদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে গাড়ির দিকে নিরাপদে এগিয়ে দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মারুফ হোসেন নেতৃত্ব দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিশেষভাবে আলোচনায় এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ হোসেন। তিনি নিউইয়র্কে থাকা দলীয় কর্মীদের নেতৃত্ব দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।
এই শিবির নেতা মারুফ হোসেনকে ভালোবাসা জানিয়েছেন লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ ভালোবাসা জানান।
পিনাকী লেখেন, ‘গতকাল মির্জা ফখরুলকে বুক দিয়ে আগলে রাখা শিবিরের সাবেক নেতা মারুফ। অভিবাদন আর ভালোবাসা, প্রিয় ভাই আমার।’
https://www.facebook.com/share/v/1CVypTk8jF/