Friday, November 14, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজারের ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার রিয়াজুল

সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী নিয়াজের গাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি হবিগঞ্জের বাহুবল থানার দিমুরা গ্রামের মৃত আব্দুল হাই ও রাহিয়া বেগমের ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

তারা জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা এলাকা থেকে রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত সোয়া ১টার দিকে বিয়ানীবাজারের কোনাগ্রামের কাপড় ব্যবসায়ী নিয়াজ নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় সুতাসহ অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে সিলেট ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধিন সাতাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছার পর একটি ডিআই পিকআপ তার গাড়ির গতিরোধ করে।

এরপর অস্ত্রের মুখে ডাকাতরা নিয়াজ ও তার দুই সহযোগীকে মারধোর করে চোখ বেঁধে নগদ টাকা, ৪টি মোবাইল সেট, ২ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামালসহ মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার পণ্য সামগ্রী তারা লুটে নেন।

এ ঘটনায় গত ২০ অক্টোবর নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (নং ১৭/২০/১০/২৫)।

এরপর র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে এবং এর আগে আরও ২ ডাকাতকে গ্রেপ্তার করে তারা।

রিয়াজুলকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Popular Articles