বিয়ানীবাজার পৌরসভায় ১৫৫ পিস ইয়াবা ও বিড়িসহ শিব্বির আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও বিড়িসহ তাকে আটক করে। এ সময় ১৫৫ পিস ইয়াবা ও বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা ও বিড়ি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’বিয়ানীবাজারে শিব্বির গ্রেফতার




