Monday, July 7, 2025

Top 5 This Week

Related Posts

বুকের উপর ‘মাহি’ লিখে কেকেআর ম্যাচ দেখতে এলেন জাহ্নবী

শুক্রবার কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ানের ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

গুঞ্জন সাক্সেনা পরিচালক শরণ শর্মার সঙ্গে এদিন ম্যাচ উপভোগ করেন জাহ্নবী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ‘মাহি’-এর প্রচার করেছেন অভিনেত্রী।

তবে না, মহেন্দ্র সিং ধোনি কিন্তু এদিন ম্যাচ খেলেননি। যদিও ‘মাহি’ লেখা নীল রঙের টি-শার্ট পরে এদিন ভিভিআইপি বক্সে বসে ম্য়াচ উপভোগ করেছেন জাহ্নবী। আর অভিনেত্রীর পরনে টি-শার্টই নজর কেড়েছে সকলের।

janhvi kapoor
janhvi kapoor

ম্যাচ দেখার নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন জাহ্নবী কাপুর নিজে।

গাড়িতে তোলা সেলফি, উল্লাসের নানা মুহূর্ত, গুঞ্জন সাক্সেনার পরিচালক শরণ শর্মার সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘মাহির দিন… মিস্টার মাহি আপনাকে মিস করছি @rajkummar_rao।

তাঁর নজরকাড়া পোশাক, বিশেষভাবে ‘মাহি’ লেখা। শার্টের পিছনে লেখা- ক্রিকেটই জীবন আর (এবং) জীবনই ক্রিকেট।’

Popular Articles