Tuesday, January 27, 2026

Top 5 This Week

Related Posts

যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্যার পানি ঢুকে নষ্ট ১১৯ কোটি টাকা মূল্যের বই

বন্যার কারণে বাংলাদেশের বহু জেলা এখন-ও পানির নীচে। প্রাণহানির সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ-ও ব্যাপক। ঠিক তেমনি, সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট-ও।

সম্প্রতি, বন্যায় ক্ষতিগ্রস্থ স্মিথ টাউন লাইব্রেরির সিসিটিভি ভিডিও প্রকাশ করে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ। ফুটেজে দেখা যায়, হঠাৎ করে প্রচুর পরিমাণে পানি লাইব্রেরির দেয়াল ভেঙে ঢুকে পড়ে। পানি লাইব্রেরির নীচের স্তর বাথটাবের মতন প্রবেশ করতে থাকে।

লাইব্রেরির কর্মকর্তারা বলছেন যে এই ঘটনায় অমূল্য ঐতিহাসিক নথিসহ প্রায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ১১৯ কোটি টাকার-ও বেশি।

প্রচন্ড বৃষ্টিপাতের সাথে ঝড়ের কারণে সৃষ্টি হয় এই বন্যা। পানি শহরের যেখান দিয়েই প্রবেশ করেছে, সব কিছু গিলে ফেলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Popular Articles