Wednesday, October 15, 2025

Top 5 This Week

Related Posts

আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারকে পুরস্কারের অর্থ দিলেন মিরাজ

সিরিজ সেরা হিসেবে স্মারক ট্রফির সঙ্গে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ পাকিস্তানি রুপি

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্মারক ট্রফির সঙ্গে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন হয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি ।

পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো এক রিকশাচালকের পরিবারকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পুরস্কার বিতরণ মঞ্চে আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব শেষে সময় চেয়ে নেন মেহেদী হাসান মিরাজ। কিছুটা ধরে আসা কণ্ঠে তিনি জানান, সিরিজ সেরার স্বীকৃতি ও অর্থ পুরস্কার তিনি উৎসর্গ করছেন গত জুলাই-অগাস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালককে।

মিরাজ বলেন, “দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়ে ভালো লাগছে। আমাদের দেশে গত কিছু দিন ধরে সমস্যা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সেখানে একজন রিকশাচালক মারা গেছেন। আমি তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি।”

ডানহাতি এই অলরাউন্ডার দুই টেস্টে দুটি হাফ সেঞ্চুরিসহ ৭৭.৫০ গড়ে ১৫৫ রান করেছেন। চার ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ।

প্রায় ৮ বছর ও ৪৫ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ সেরার স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে পেয়েছিলেন প্রথমবার।

এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৫৫ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নেন মিরাজ। দুই ম্যাচেই ব্যাট হাতে খেলেন মহাগুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি গড়ার পথে তার ব্যাট থেকে আসে ৭৮ রান।

এবারের পাকিস্তান সফরে দুই হাত ভরে পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট জয়ের পর পরের টেস্টেও চলে বাংলাদেশের দাপট। রেকর্ডের মালা গেঁথে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারানোর অধ্যায়ে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে বাংলাদেশ, মিলেছে হোয়াইটওয়াশ করার তৃপ্তি।

Popular Articles