Wednesday, December 3, 2025

Top 5 This Week

Related Posts

থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় আরাফাত হোসেন গ্রেফতার

গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করেছে করেছে র‍্যাব-৩।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ওপর একটি ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়- গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেয়া হচ্ছে।

ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে, তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে আজ ইনসপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Popular Articles