Wednesday, December 3, 2025

Top 5 This Week

Related Posts

দেশের মাটিতে পা দিয়েই সেজদায় অবনত মুশফিক

বৃহস্পতিবার সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। সাহসী সাংবাদিকতার জন্য সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়েন তিনি।

দেশে ফিরে উচ্ছ্বসিত মুশফিকুল ফজল আনসারী সেজদায় অবনত হন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি বলেন, ‘এতদিন পর দেশে ফিরে আমি খুবই আনন্দিত। প্রিয়জন, বন্ধুবান্ধব, শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিকদের সাথে আবার সাক্ষাৎ করার জন্য আমি অপেক্ষা করছি।’

মুশফিক ফজল যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এ ছাড়া, মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং সাউথ এশিয়া পারসপেক্টিভস ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Popular Articles