বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ মোট ৪ জন আসামী গ্রেফতার। রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রবিবার গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা এই তথ্য জানায়।
আরও পড়ুন:
- ভিনগ্রহীদের সন্ধান মিলেছে, তবে তারা মানুষ নয়!
- ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে সংসারে মন দেবেন প্রিয়াঙ্কা
- এই প্রথম গাড়ির গিয়ার এলো মোটরসাইকেলে
- ৩১ বছর পর দেশে ফিরছেন রেমিট্যান্সযোদ্ধা আবু বকর
- স্থায়ী হওয়ার আশায় কানাডায় পাড়ি দিয়ে হতাশায় ডুবছেন বাংলাদেশিরা
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোররাতে বিয়ানীবাজার থানার এসআই/শহিদুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের জনৈক হেলাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহার নামীয় আসামী ছাদিক আহমদ (২২) কে আটক করে। আটক ছাদিক উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র।
এসময় অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের মৃত কুতুব আলীর পুত্র হেলাল উদ্দিন (৭০), একই ইউনিয়নের আষ্টগরি গ্রামের আইনুল হকের পুত্র আলীম উদ্দিন (৩২), বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র ছাদিক আহমদ (২২), এবং ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইল থানার স্থায়ী বাসিন্দা বর্তমানে সিলেটে বসবাসরত যৌনকর্মী তামান্না বেগম।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে।