Monday, September 15, 2025

Top 5 This Week

Related Posts

কানাডার নায়াগ্রা জলপ্রপাত থেকে দুই সন্তানকে নিয়ে লাফ দিলেন মা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক নারী তার ছোট দুটি সন্তানকে নিয়ে কানাডার নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে লাফ দিলেন তিনি। দুটি সন্তানের মধ্যে একটি শিশুর বয়স ৫ মাস ছিলো। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী ওই নারীর নাম চিয়ান্টি মানেস। তদন্তকারীদের একটি টিম তাদের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে তার দুই সন্তানকে নিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিপজ্জনক সীমানায় গিয়ে অবস্থান নেন। তারপর হঠাৎ করে তিনি দুই সন্তানকে নিয়ে লাফ দেন।
কানাডার নায়াগ্রা জলপ্রপাত থেকে দুই সন্তানকে নিয়ে লাফ দিলেন মা
চিয়্যান্টি মানেস, স্থানীয় সময় সোমবার রাতে, লুনা দ্বীপের গার্ডেলের ওপর বয়ে চলা জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন ওই নারী ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিয়েছেন। তবে বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি।

চিয়্যান্টি মানেস পারিবারিক সহিংসতা নিয়ে পরামর্শ দিতেন। তার মৃত্যুতে তার বন্ধু কায়শাওনা মরগান সোশ্যালে লিখেছেন, এ ঘটনা শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে কাঁদছি। সারারাত ঘুমাতে পারিনি।

দুই সন্তানের মধ্যে আরেকটি সন্তানের বয়স ছিলো ৯ বছর। কেন তিনি শিশুদের নিয়ে আত্মহত্যা করেছেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক স্টেট পার্ক পুলিশ।

Popular Articles