Tuesday, July 1, 2025

Top 5 This Week

Related Posts

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেন বিয়ানীবাজারের এম এ বাতিন আহমদ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বাংলাদেশীদের একজন হয়ে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম এ বাতিন আহমদ। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা গ্রামে।

গত ২০ জানুয়ারি সোমবার ২০২৫ ইং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার উপস্থিতি বাংলাদেশ এবং বিয়ানীবাজারের মানুষের জন্য সম্মানজনক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা।

এম এ বাতিন দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র এ বসবাস করে আসছেন। দেশে থাকাকালী সময় ছাত্র রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত ছিলেন।

তিনি বাংলাদেশ ছাত্রদল বিয়ানীবাজার বাজার রাখার যুগ্ম আহবায়ক ছিলেন,পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রয়েছেন। রাজনিতির পাশাপাশি মানুষের জন্য তিনি কাজ করতে চান।

Popular Articles