Sunday, October 19, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই: এমপি প্রার্থী আদিবা

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজর) আসনের সংসদ প্রার্থী ও সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন বলেছেন, ‘আমার মরহুম বাবা সৈয়দ ড. মকবুল হোসেন লেচু মিয়ার এমপি থাকাকালে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় শিক্ষার ক্রেত্রে অমুল পরিবর্তন এনেছেন। উনার নিজস্ব অর্থায়নে এই দুই উপজেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাছাড়া স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবধান অনষীকার্য। তার অনেক স্বপ্ন ছিল তার জীবনদশায় করে যেতে পারেননি। তাই আমি আমার প্রয়াত বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’

তিনি সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বলে ভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সন্ধ্যায় তিনি উপজেলার রাঙ্গাডহর বাজারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পৌরসভার এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রণকেলী নুরুপাড়া ইয়াং সোসাইটির সভাপতি মজির উদ্দিন।

বেলাল আহমদের পরিচালনায় এতেপ্রধান অতিথি হিসেবে সিলেট-৬ আসনের সাবেক এমপি ও শিল্পপতি প্রয়াত ড.সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের এমপি প্রার্থী সৈয়দা আদিবা হোসেন।

বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি। এরপর গোলাপগঞ্জ সিএনজি (অটোরিক্সা) শ্রশিক ইউনিয়নে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবুল লেইচ, সাধারণ সম্পাদক জাহেদ আহমদসহ শ্রমিক নের্তৃবৃন্দ। এর আগে তিনি বিয়ানীবাজারের চারখাইয়ের কাকুরার জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রামের সৈয়দা হোসেন হাইস্কুল, তজিরুনন্নছা চৌধুরী, একাডেমি, চারখাই উচ্চ বিদ্যালয়, বাগবাড়ীস্থ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের বাড়ীতে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় সৈয়দা আদিবা হোসেন বলেন, আমি আমার প্রয়াত বাবার অস্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আন্দুল গফফার কুটি, আলীনগর ইউনিয়নের সাবেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা সেচ্ছাসেবক ূলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন। এই আসনে সম্ভ্যাব্য প্রায়ড়থী থাকলেওতিনি একমাত্র নারী প্রার্থী।

Popular Articles