Sunday, July 13, 2025

Top 5 This Week

Related Posts

সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক, অতঃপর…

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার সুখানপুকুর এলাকার আবু নাঈম রাহাদের বাড়ির গোয়ালঘর থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালবেলা স্থানীয়রা সান্ডা ভেবে গুইসাপটি ধরে ফেলেন। তাঁরা এটিকে একটি গোয়ালঘরে আটকে রাখেন। প্রাণীটিকে সান্ডা ভেবে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের কাছে এই খবর পৌঁছায়। তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় জানিয়ে সবার বিভ্রান্তি দূর করেন। এরপর গুইসাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

মাহমুদুল হাসান সোহেল বলেন, ‘গুইসাপ পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন।’

স্থানীয়রা ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

Popular Articles