সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসএমপির ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল (১৬ জুন) সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান চালিয়ে তিনজন পুরুষ ও দুইজন নারীকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মো. শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০) এবং রানী বেগম (৩২)।
অভিযান শেষে তাদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং-১১৮, তারিখ: ১৭/০৬/২০২৫ রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।