Saturday, September 13, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে গরু চরাতে গিয়ে ইউএনওর গাড়ি চাপায় নিহত, চালক আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ মিয়া বলেন, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূএ : নয়া দিগন্ত

Popular Articles