বিনোদন
কোন অভিনেত্রীর কারণে যশের ছবি ছাড়তে হলো কারিনাকে?

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশের সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্স’ থেকে কারিনা কাপুরের সরে যাওয়ার কথা কারও অজানা নয়। অভিনেত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন নয়নতারা। তবে এ নিয়ে যত না আগ্রহ নেটাগরিককদের তার চেয়ে বেশি কৌতূহল কারিনার সরে যাওয়ার কারণ জানতে।
এর আগে জানা গিয়েছিল তারিখজনিত জটিলতায় ছবি ছেড়েছেন নায়িকা। এবার জানা গেল অন্য এক তথ্য। তারিখ না, কিয়ারা আদভানি ও শ্রুতি হাসানই নাকি তার সরে যাওয়ার আসল কারণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। এই মুহূর্তে কোনো ছবিও করছেন না কারিনা। সবদিক মাথায় রেখেই শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছিল।
জানা গেছে, তার অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়ে সংশয়ে ছিলেন কারিনা। ছবিতে কিয়ারা আদভানি এবং শ্রুতি হাসনের মতো অভিনেত্রী থাকায় নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে দ্বিধায় ছিলেন বেবো। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিয়ারা ও শ্রুতি অভিনীত চরিত্রের ভারে করিনার চরিত্র কতটা চোখে পড়বে তা নিয়ে সংশয় তৈরি হয় অভিনেত্রীর।
কারিনার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ক্রু’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন টাবু ও কৃতি শ্যানন। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। নারীকেন্দ্রিক গল্পের সিনেমার এমন জয়জয়কার অনেক দিন পরে দেখা গেছে ভারতে।
আলোচিত
ট্রেনে ডাকাতি শেষে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের!

টালিউডের উজ্জ্বল নক্ষত্র রিমঝিম মিত্র। গত দুই দশক ধরে বাংলা সিরিয়াল জগতকে সমৃদ্ধ করছেন তিনি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে নানা সিরিয়ালে। তবে অধিকাংশই তিনি ভ্যাম্পের চরিত্রে অভিনয় করছেন। অর্থাৎ খলনায়িকার চরিত্রে।
এ ধরনের চরিত্রে অভিনয় করা রিমঝিমের কাছে এক চ্যালেঞ্জের ব্যাপার। তবে আজও অবিবাহিতই থেকে গেছেন রিমঝিম। সংসার পাতেননি তিনি।
প্রিয়জন বলতেই তার মা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের। একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন রিমঝিম। সেই রিমঝিমের কাছেই একবার এসেছিল বিয়ের প্রস্তাব। এবং সেই প্রস্তাবে এসেছিল ডাকাতের থেকে।
কেবল অভিনয় নয়। অভিনেত্রী রিমঝিম দুর্দান্ত ভালো নাচেন। অভিনেত্রী মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। মমতা শঙ্কর ব্যালট ট্রুপের সঙ্গে এ রাজ্যে, ও রাজ্যে নাচের অনুষ্ঠান করেছেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন এই অভিনেত্রী।
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টকশোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে তিনি জানিয়েছিলেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।
রিমঝিম বলেন, ‘স্টেশনে দাঁড়িয়ে ছিলাম আমরা। সামনে দেখি বেশকিছু সুদর্শন দেখতে ছেলে রয়েছে। আমাদের তখন কিশোরী বয়স। সবেমাত্র ছেলেদের দেখে মোহিত হচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই সুপুরুষদের দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে ওঠে। তারপর লোডশেডিং হয় স্টেশনে। আলো ফিরতেই দেখি, ছেলেগুলো উধাও। আমরা যথারীতি ট্রেনের কামরায় উঠে পড়ি। মম মাসি, অর্থাৎ মমতা শঙ্কর তার নাচের দলের মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন একটি কামরায়। হঠাৎই মাঝপথে ট্রেন থেমে যায়। আমি এবং আমার এক বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থেমে গেছে। টয়লেটের বাইরে বেরিয়ে দেখি মম মাসির স্বামী এবং আমাদের নাচের দলের একজন আসছেন হন্তদন্ত হয়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে। জিজ্ঞেস করেন, ওরা আসেনি তো এখানে?’
‘তাকে দেখেই চমকে গেলাম। তিনি আমাদের এসেই জিজ্ঞেস করলেন, ‘ওরা আসেনি তো এখানে?’ আমি পাল্টা প্রশ্ন করলাম, ‘ওরা মানে কারা?’ তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে আমাদেরকে দেখে মোহিত হয়েছিল। তারা সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।’
রিমঝিম আরও বলেন, ‘এসময় মম মাসির স্বামী আমাদের দুজনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাক। ওদেরকে বিয়ে করব, সংসার করব।’
আলোচিত
যুক্তরাজ্যে যেতে আগ্রহীদের জন্য সুখবর

যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের দ্রুত সেবা দিতে বাংলাদেশসহ ১৪১টি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চালু করেছে ‘ভিএফএস গ্লোবাল’। ভিসা সেবাদানকারী প্রতিষ্ঠানটির তথ্যমতে, যুক্তরাজ্যের ভিসা–সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ভয়েস কমান্ড ও বার্তার মাধ্যমে ইনপুট করলেই এআই চ্যাটবটটি প্রয়োজনীয় তথ্য ভয়েস বার্তার মাধ্যমে জানাতে পারে। এর ফলে সহজেই ভিসাসম্পর্কিত বিভিন্ন সেবা পাওয়া যাবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে ভ্রমণকারীদের সেবা উন্নত করতে সম্প্রতি জেনারেটিভ এআইচালিত চ্যাটবট চালু করা হয়েছে। এআই চ্যাটবটটি উন্নত জেনারেটিভ এআইপ্রযুক্তি ব্যবহার করে মানুষের মতো কথোপকথনের আদলে তাৎক্ষণিকভাবে নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত ভিএফএস গ্লোবালের এআই টিম চ্যাটবটটি তৈরি করেছে।
ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবিন কারকারিয়া বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবন সব সময়ই ভিএফএস গ্লোবালের কার্যক্রমের মূল ভিত্তি। আমরা এই এআইনির্ভর সমাধান চালু করতে পেরে আনন্দিত, যা যুক্তরাজ্যে ভ্রমণকারীদের ভিসা আবেদনের প্রক্রিয়াকে আরও উন্নত করবে। আমরা আমাদের ক্লায়েন্ট সরকার ও গ্রাহকদের জন্য ভিসা ও কনস্যুলার পরিষেবায় পরবর্তী উন্নতিসাধনের লক্ষ্যে বিভিন্ন এআই ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি করছি।’
ভিএফএস গ্লোবালের তথ্যমতে, এআই চ্যাটবটটি মূলত নিজ নিজ ভিএফএস গ্লোবাল কান্ট্রি-টু-ইউকে ওয়েবসাইটগুলো থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভিএফএস গ্লোবালের সুরক্ষিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকায় সেবাগ্রহীতাদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে চ্যাটবটটি।
আলোচিত
স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। কোথায় আছেন পপি, কী করছেন, বিয়ে করেছেন নাকি একাই সময় কাটাচ্ছেন- এমন হাজারো প্রশ্ন তাকে ঘিরে। কিছুদিন আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু-শব্দও করেননি পপি।
যদিও সেসময় আদনান বলেছিলেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না।
এবার জানা গেল, পপিকে বন্ধু বলা সেই আদনানই পপির স্বামী। জানা গেছে, প্রায় সাড়ে ৫ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি। তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডিতে তার একটি বাসাও রয়েছে।
মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী-সন্তান নিয়ে পপির পরিবারের কিছু ছবি। একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।
এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নেতিবাচক একটি সংবাদ। জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে। এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
আলোচিত
দুবাইয়ের শেখরা আমাকে পাঁচ নম্বর বউ করতে চায়: প্রিয়াঙ্কা

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে সিনেমাতেও।
ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুবাইয়ের শেখরা তাকে পাঁচ নাম্বার বউ করে রাখতে চায়। দুবাইতে আপনার ৪ টি বাড়ি আছে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা বলেন, দুবাইতে আমার বাড়ি আছে স্বপ্নে, আমার বাড়ি থাকলে সেটা দুবাইতে না। যেসব দেশে ঘুরতে গেছি সব দেশে আছে।
দুবাইয়ের শেখরা তাকে রেখে দিতে চাইলে প্রশ্নের উত্তরে বলেন, আমি পাঁচ বার দুবাই গিয়েছি, অনেকেই আমাকে বলেছে থাকার জন্য। দুবাইয়ের অনেক সাবেক এমপি-মন্ত্রী, শেখরা আছে যারা আমাকে অনেক পছন্দ করে। তারা আমাকে বিভিন্ন কিছু অফার করে, ডিনারে ইনভাইট করে। আমি কয়েকটা ডিনার ইনভাইটে গিয়েছিলাম, আমাকে পাঁচ নাম্বার বউ করে রাখার অফার করেছিল।
বিয়ে করবেন কবে জানতে চাইলে তিনি বলেন, আমার বয়ফ্রেন্ড না হবু বর আছে। বিয়ের জন্য ভাগ্য ও রিজিক লাগে। আমার হবু বর নিশ্চই এই ভিডিও দেখবে, সেই এসে বলুক কবে বিয়ে করবে।
আলোচিত
তাহসানের বিয়ের পর লাইভে মিথিলার কান্না! কতটা সত্যি?

দীর্ঘ সাত বছর সঙ্গীহীন থাকার পর সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। এর দুদিন পর তার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা লাইভে এসে কান্না করেছেন বলে চর্চা চলছে। এ সংক্রান্ত একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে।
কিন্তু কতটা সত্যি মিথিলার কান্নার ঘটনা?
এ ব্যাপারে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ঘটনাটি সত্য নয়। তাদের অনুসন্ধানে দেখা যায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি, বরং বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ে আইরার সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা যায়।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের বর্তমান স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের স্থিরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরা তেহরীম খানের মিরর সেলফি যুক্ত রয়েছে।
এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
গত ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। তারপর থেকে তুমুল চর্চায় রয়েছেন এই দম্পতি।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের সংসারে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার প্রাক্তন স্ত্রী মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।
এর দুই বছরের মাথায় ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। প্রায় সাত বছর ধরে তার সঙ্গেই সংসার করছেন এই অভিনেত্রী ও সমাজকর্মী।
আলোচিত
লন্ডনে যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হযেছে। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তার যাত্রা বাতিল করে ফিরিয়ে দেয়া হয়। লন্ডন যাত্রা বাতিলের পর তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে। তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুনের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।
- আন্তর্জাতিক11 months ago
বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ব্রাজিলের ভিসা
- বিনোদন11 months ago
জীবনযাপন আর খাদ্যাভ্যাস নিয়ে যে তথ্য জানালেন অপু বিশ্বাস
- বিশেষ প্রতিবেদন11 months ago
বাড়ছে নদীর পানি, সিলেটে আগাম বন্যার শঙ্কা
- প্রবাস5 months ago
স্থায়ী হওয়ার আশায় কানাডায় পাড়ি দিয়ে হতাশায় ডুবছেন বাংলাদেশিরা
- সিলেট6 months ago
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন
- বিনোদন6 months ago
আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি
- প্রবাস5 months ago
কানাডায় শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম
- আন্তর্জাতিক5 months ago
১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা