Thursday, November 21, 2024
Homeআলোচিতচার বছর ধরে জমানো টাকার ব্যাংক ত্রাণ তহবিলে দিল তৃতীয় শ্রেণির আনায়া

চার বছর ধরে জমানো টাকার ব্যাংক ত্রাণ তহবিলে দিল তৃতীয় শ্রেণির আনায়া

শিশু আনায়া। পড়ে তৃতীয় শ্রেণিতে। চার বছর ধরে পবিত্র ওমরাহের জন্য জমিয়েছিল টাকা। সেই টাকা দিল বন্যার্তদের সহায়তায়। আজ শুক্রবার বন্যার্তদের সাহায্যের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংযোগ কনসার্ট চলছে। সেখানে ত্রাণ তহবিলে এই টাকা জমা দেয় সে।

রাজু ভাস্কর্যের পাশে নিজ উদ্যোগে আসছে জনতা, দিচ্ছেন সামর্থ অনুযায়ী অর্থ, পোশাকসহ নানা সহযোগিতা। এই কনসার্টের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

কনসার্টে শিরোনামহীন, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করবেন, যা এনটিভিতে সরাসরি সম্প্রচার চলছে। এ ছাড়া বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের এই উপস্থিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ঔষধসহ জরুরি সেবার নানা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post