Thursday, November 21, 2024
Homeআন্তর্জাতিকবিনামূল্যে প্রসব ও নাগরিকত্ব: কানাডায় ভারতীয় নারীদের ভিড় নিয়ে অভিযোগ

বিনামূল্যে প্রসব ও নাগরিকত্ব: কানাডায় ভারতীয় নারীদের ভিড় নিয়ে অভিযোগ

কানাডা-ভারত সম্পর্কের অবনতির মধ্যেই এক কানাডীয় নাগরিকের অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিযোগটি হলো, বিনামূল্যে সন্তান প্রসব এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে অন্তঃসত্ত্বা ভারতীয় নারীরা কানাডার হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় চ্যাড এরোস নামের ওই কানাডীয় নাগরিক দাবি করেছেন, কানাডার হাসপাতালগুলোর গাইনি বিভাগে ভারতীয় নারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার মতে, বিনামূল্যে প্রসব সেবা এবং সন্তানের জন্য কানাডীয় নাগরিকত্ব নিশ্চিত করাই এর মূল কারণ। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:

S1

S2

S3
কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলে চ্যাড এরোস বলেন, ভারতীয় নারীরা কানাডীয় করদাতাদের অর্থে পরিচালিত মাতৃত্বকালীন সেবা গ্রহণ করছেন শুধুমাত্র সন্তানের নাগরিকত্বের জন্য। কানাডীয় হাসপাতালগুলো সবার জন্য সেবা দিতে বাধ্য থাকলেও, এই নারীরা কানাডীয় নাগরিকদের জন্য বরাদ্দকৃত স্থান দখল করছেন বলে তিনি অভিযোগ করেন।

চ্যাড এরোসের ভাগ্নি প্রশ্ন তুলেছেন, কানাডীয় স্বাস্থ্যসেবার আওতাভুক্ত না হওয়া এই ভারতীয় নারীদের চিকিৎসার খরচ কিভাবে আদায় করা হবে? তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সন্তানেরা ভবিষ্যতে কানাডীয় নাগরিক হিসেবে পরিবার নিয়ে কানাডায় ফিরে আসতে পারে, যা করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করবে।

চ্যাড এরোসের ভিডিওটি আট লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ব্যাপক মন্তব্য এসেছে। অনেকে এটিকে একটি গুরুতর সমস্যা বলে অভিহিত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। অনেকে করদাতাদের প্রতি অন্যায় বলে মন্তব্য করেছেন। তবে কিছু ব্যবহারকারী এই প্রক্রিয়ার সমর্থন করে বলেছেন, প্রতিটি মা ভালো স্বাস্থ্যসেবা পাওয়ার হকদার, এক্ষেত্রে জাতীয়তার কোনো বাধা থাকতে পারে না।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post