Tuesday, January 20, 2026

Top 5 This Week

Related Posts

দুবাইয়ের শেখরা আমাকে পাঁচ নম্বর বউ করতে চায়: প্রিয়াঙ্কা

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে সিনেমাতেও।

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুবাইয়ের শেখরা তাকে পাঁচ নাম্বার বউ করে রাখতে চায়। দুবাইতে আপনার ৪ টি বাড়ি আছে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা বলেন, দুবাইতে আমার বাড়ি আছে স্বপ্নে, আমার বাড়ি থাকলে সেটা দুবাইতে না। যেসব দেশে ঘুরতে গেছি সব দেশে আছে।

দুবাইয়ের শেখরা তাকে রেখে দিতে চাইলে প্রশ্নের উত্তরে বলেন, আমি পাঁচ বার দুবাই গিয়েছি, অনেকেই আমাকে বলেছে থাকার জন্য। দুবাইয়ের অনেক সাবেক এমপি-মন্ত্রী, শেখরা আছে যারা আমাকে অনেক পছন্দ করে। তারা আমাকে বিভিন্ন কিছু অফার করে, ডিনারে ইনভাইট করে। আমি কয়েকটা ডিনার ইনভাইটে গিয়েছিলাম, আমাকে পাঁচ নাম্বার বউ করে রাখার অফার করেছিল।

বিয়ে করবেন কবে জানতে চাইলে তিনি বলেন, আমার বয়ফ্রেন্ড না হবু বর আছে। বিয়ের জন্য ভাগ্য ও রিজিক লাগে। আমার হবু বর নিশ্চই এই ভিডিও দেখবে, সেই এসে বলুক কবে বিয়ে করবে।

Popular Articles