Wednesday, January 14, 2026

Top 5 This Week

Related Posts

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় কাওসার নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পুলিশি তত্ত্বাবধানে রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের কোনও সদস্য বা স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুযারি) সকালে দেশটির একটি মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, কাওসার সোমবার সকালে ফ্লিক্স বাস দুর্ঘটনায় প্রাণ হারান। তার ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক থাকায় সেখান থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। ফ্রান্সে বসবাসরত কোনও ব্যক্তি যদি তাকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্যারিসে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কোনও তথ্য পেয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

Popular Articles