চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদার তীররক্ষা বাঁধ ভেঙে গেছে।
বাঁধ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে লোকালয়ে পানি ঢুকছে।
রাত ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁধ উপচে ও ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। দ্য ডেইলি স্টার এমন খবর প্রকাশ করেছে।
ওই খবরে পানি প্রবেশের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদারের বরাত দিয়ে বলা হয়েছে, বুধবার থেকে হালদার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্তত ২২টি স্থানে বাঁধ ভেঙেছে।
খবরে বলা হয়, ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল হক জানান, পানি স্রোতের তীব্রতা এত বেশি যে, কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না।
বাঁধ ভেঙে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে ওই সড়কে যানজট সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।