Connect with us

সিলেট

সিলেটে আকস্মিক বন্যায় ডুবেছে সড়ক-মহাসড়ক, প্রস্তুত সেনাবাহিনী

সিলেটে আকস্মিক বন্যায় ডুবেছে সড়ক-মহাসড়ক, প্রস্তুত সেনাবাহিনী

সিলেটে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চারটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। বুধবার (২৯ মে) থেকেই সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার ওপরে।

এদিন রাতে ভারতের মেঘালয় থেকেও নামে ব্যাপক ঢল, যাতে বন্যা দেখা দেয়। সিলেটে গত ২ বছরের মধ্যে এ বছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দি হয়েছেন অন্তত তিন লক্ষাধিক মানুষ। এদিকে বন্যাকবলিত এলাকার মানুষদের উদ্ধার অভিযানে নামার প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে বৈঠক করেছে। দ্রুত উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনীও ইতোমধ্যে রেকি করেছে। প্রয়োজনে তারাও উদ্ধার ও ত্রাণ বিতরণে যোগ দেবে।‘

জানা যায়, বন্যায় প্লাবিত হয়েছে সিলেট-তামাবিল মহাসড়কসহ ওই চার উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। যান চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে।

সিলেটে আকস্মিক বন্যায় ডুবেছে সড়ক-মহাসড়ক, প্রস্তুত সেনাবাহিনী
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপরে ও কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়াও সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং গোয়াইনঘাট উপজেলায় সারিগোয়াইন নদী ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বন্যায় উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়েছেন লক্ষাধিক মানুষ। পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে। উপজেলার ৫৬টি আশ্রয়কেন্দ্রে অন্তত ২৫০ পরিবার আশ্রয় নিয়েছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘২০২২ সালের মে মাসে সিলেট আবহাওয়া অফিসের রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ ছিল ৮৩৯ মিলিমিটার। ২০২৩ সালের মে মাসে ছিল ৩৩০ মিলিমিটার এবং ২০২৪ সালের মে মাসে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ ৭০৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

Continue Reading

সিলেট

বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?

বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?

বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাওয়া যেন মোটরসাইকেল ব্যবহারকারীদের নিত্যদিনের ঘটনা। তবে অনেকেই জানেন না, বৃষ্টির পানি মোটরসাইকেলের যন্ত্রাংশে কেমন প্রভাব ফেলে। নিয়মিত ভিজলে বাইক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর কর্মক্ষমতা কমে যেতে পারে।

বৃষ্টিতে ভিজলে কী ধরনের ক্ষতি হতে পারে মোটরসাইকেলে?
১. ইঞ্জিন ও ইলেকট্রিক সার্কিটে সমস্যা
বৃষ্টির পানি যদি ইঞ্জিন বা ব্যাটারির সংযোগস্থলে ঢুকে পড়ে, তবে শর্ট সার্কিট হতে পারে। বিশেষ করে সিডিআই ইউনিট, স্পার্ক প্লাগ বা ওয়্যারিং সিস্টেমে পানি ঢুকলে বাইক স্টার্ট নাও নিতে পারে।

২. চেইন ও স্প্রকেটে মরিচা পড়া
চেইন, স্প্রকেট বা এক্সপোজড মেটাল অংশগুলোতে পানি জমে থাকলে দ্রুত মরিচা পড়ে। এর ফলে চেইনের আয়ু কমে যায় ও শব্দ করতে শুরু করে।

৩. ব্রেক সিস্টেমে গ্লিচ
পানি ঢুকে গেলে ডিস্ক বা ড্রাম ব্রেক ঠিকভাবে কাজ নাও করতে পারে। ব্রেকের কার্যকারিতা কমে যেতে পারে, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

৪. টায়ারের গ্রিপ কমে যাওয়া
ভেজা রাস্তায় টায়ার সহজেই স্কিড করে। যদি টায়ারের ট্রেড গভীরতা কমে গিয়ে থাকে, তবে বৃষ্টিতে বাইক চালানো খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে।

৫. হেডলাইট ও ইনডিকেটরে পানি ঢোকা
অনেক সময় লাইটের ভেতরে পানি ঢুকে জমে যায়, যা ইলেকট্রিক ফাংশনে ব্যাঘাত ঘটায়।

কী করবেন বৃষ্টিতে বাইক ভিজে গেলে?
ইঞ্জিন বন্ধ থাকলে স্টার্ট দেওয়ার আগে শুকাতে দিন
চেইন শুকিয়ে লুব্রিক্যান্ট ব্যবহার করুন
সেফ কভারের নিচে পার্ক করুন
বাইক ওয়াশের পর যত্ন করে মুছে নিন
রেক, হেডলাইট, ইন্ডিকেটর ঠিকঠাক কাজ করছে কিনা চেক করুন

বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?

বৃষ্টিতে মোটরসাইকেল ভিজলে কি ক্ষতি হয়?


কীভাবে প্রতিরোধ করবেন ক্ষতি?
বাইক কভার ব্যবহার করুন
নিয়মিত চেইনে গ্রিজ বা লুব্রিকেন্ট দিন
ব্যাটারির সংযোগ স্থানে ইনসুলেশন ব্যবহার করুন
প্রতি সপ্তাহে অন্তত একবার সার্বিক চেকআপ করান

বিশেষজ্ঞদের পরামর্শ
বাইকের মেকানিকরা বলছেন, বর্ষায় প্রতিবার বাইক চালানোর পর মুছে রাখা এবং চেইন লুব্রিকেট করা অত্যন্ত জরুরি। নয়তো অল্প কিছুদিনেই বাইক খারাপ হতে শুরু করবে।

টিপস
পানিতে ডোবা রাস্তা এড়িয়ে চলুন

রেইন কোটের পাশাপাশি বাইকের জন্য রেইন কভার রাখুন

ঘরে ফিরে বাইক শুকনো জায়গায় রাখুন

বর্ষাকালে বাইক চালানো যেমন জরুরি, তেমনই তার যত্নও জরুরি। একটু সচেতন হলেই আপনি আপনার মোটরসাইকেলকে বৃষ্টির ক্ষতি থেকে বাঁচাতে পারেন দীর্ঘদিনের জন্য।

Continue Reading

সিলেট

মনু মিয়ারাই সমাজের প্রকৃত নায়ক

মনু মিয়ারাই সমাজের প্রকৃত নায়ক

তিন হাজারেরও বেশি কবর খুঁড়েছেন মনু মিয়া। পেশায় গোরখোদক, বয়সের ভারে নুয়ে পড়েছেন, এখন শয্যাশায়ী হাসপাতালে। তার দীর্ঘদিনের সঙ্গী, যাতায়াতের একমাত্র ভরসা, নিজ হাতে কেনা ঘোড়াটি মারা গেছে—কে বা কারা মেরে ফেলেছে, জানেন না তিনি।

এই খবর শুনে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ছুটে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। কথা হয় দীর্ঘ সময় ধরে, যেখানে উঠে আসে মনু মিয়ার জীবনদর্শন, আত্মমর্যাদা আর নিঃস্বার্থ সেবার এক অনন্য গল্প।

বাসার জানান, হাসপাতালে গিয়ে মনু মিয়াকে দেখে মনে হয়েছে, এ মানুষ ভাঙবার নন। শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ়। ঘোড়ার মৃত্যুর পর তার পাশে দাঁড়াতে গিয়ে বাসার তাকে একটি নতুন ঘোড়া কিনে দিতে চাইলেও মনু মিয়া তাতে রাজি হননি। মনু মিয়া বলেন, ‘সুস্থ হয়ে বাড়ি গেলে সাতটা ঘোড়া কিনতে পারব।’

এই জবাবে বিস্মিত হন বাসার। তিনি বোঝেন, মনু মিয়া দান নিতে চান না। জীবনভর সাধনার ফসল দিয়ে নিজের শখ পূরণ করেছেন। শখের পেছনে লক্ষাধিক টাকা ব্যয় করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে হাতির দাঁত দিয়ে বানানো ছুড়ি, হরিণের শিংয়ের লাঠি, দামি চাবুক—সবই শখ পূরণের নিদর্শন। তবে মনু মিয়া কখনোই ঘোড়াকে আঘাত করেননি।

ঘোড়া হারিয়ে তিনি কষ্ট পাননি, এমনটা নয়। কিন্তু তার ভাষায়, ‘যার আছে, তারই যায়। কপালে লেখা ছিল, তাই গেছে। কে মারল, দেখিনি, কাকে দোষ দেব?’ এমন ভাবনার মানুষ সমাজে আজ বিরল।

ঘোড়াপ্রেমী এই মনু ১০ মণ ধানের কুড়া, ১০ মণ খড় কিনেছিলেন ঘোড়ার খাবারের জন্য। বাসার বলেন, ‘কথা বলতে গিয়ে একসময় তিনি চুপ ছিলেন। পরে বলতে থাকেন, ‘আমি অসুস্থ হয়ে ঢাকা, এখানে শুনি ঘোড়াটা মারা গেছে। আমার চেয়ে আমার পরিবারের লোকদেরও অনেক কষ্ট হচ্ছে। পরিবারের লোকেরা ঘোড়াকে পালে। আমি তো ঢাকায়, বাড়িতে গেলে কান্না পাবে।’ আমি তাকে আবার বললাম ঘোড়া কিনে দেওয়ার কথা, তিনি রাজি নন। তিনি বাড়ি যেতে পারলে নিজেই আবার শখ মেটাবেন।’

বর্তমানে মনু মিয়া ডায়াবেটিস ও কোমরব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এই অভিনেতাকে জানান, তার কোনো শত্রু নেই। তিনিও কখনো মনে করেন না কেউ তার ক্ষতি করতে পারেন। তিনি সবাইকে আপন মনে করেন। এ জন্যই তিনি ছুটে যান সবার করব খুঁড়তে। বাসার বলেন, তিনি অসুস্থ হয়েছেন অনিয়মের জন্য। যদি রাতে খাওয়ার পরে শোনেন কাল কোথায় কবর খুঁড়তে যেতে হবে। পরে তিনি আর কিছুই খেতে পারেন না। পরের দিন করব দেওয়া শেষ হলে সন্ধ্যায় এসে বাড়িতে খান। মৃত্যুবাড়িতে তিনি কিছু খান না। এমনকি কোনো টাকাও কোনো দিন নেন না। খাবারের অনিয়ম করেন। মানুষের পাশে থাকাটাই তার কাছে প্রথম।

অনেকেই তাকে ঘোড়া উপহার দিতে চাইলেও মনু মিয়া তাতে রাজি নন। শেষবার শুধু একটি ইচ্ছার কথা জানান- হজে যেতে চান তিনি, সেটাও নিজের সামর্থ্যেই।

বাসারের উপলব্ধি মনু মিয়ারাই সমাজের প্রকৃত নায়ক। অভিনেতা বলেন, ‘এমন মানুষের কথা শুনলে জটিলতায় ভরা দুনিয়া অনেকটাই সহজ হয়ে আসে। মানুষের প্রতি, সমাজের প্রতি তারা নিঃস্বার্থভাবে আলাদা দায় অনুভব করেন। যা আমাদের এই সমাজে সবার জন্য অনুসরণীয়। মনু মিয়াই আমাদের এক উজ্জ্বল আদর্শ হয়ে উঠেছেন। মনু মিয়া নায়ক হতে চাননি। তার মহৎ কাজ তাকে আমাদের নায়ক করে তুলেছে। এই দিশাহীন সমাজে তার মতো খাঁটি সোনার মানুষের অভাব।’

মনু মিয়ার জীবন কাহিনি মানবিকতা, আত্মসম্মান ও সমাজসেবার এক উজ্জ্বল প্রতিচ্ছবি—যা আমাদের সবাইকে ভাবায়, অনুপ্রাণিত করে একটি সুন্দর সমাজ গড়ার।

Continue Reading

সিলেট

ভিড়ের মধ্যে তামান্নাকে ধরে টানাটানি

ভিড়ের মধ্যে তামান্নাকে ধরে টানাটানি
tamanna bhatia

দক্ষিণী চলচ্চিত্র নায়িকা তামান্না ভাটিয়ার সৌন্দার্যে বুঁদ হয়ে আছেন আট থেকে আশির সিনেমাপ্রীমেরা। আইটেম গানে অভিনেত্রীর কোমর দোলানো সাথে এক্সপ্রেশন, দর্শকদের মনে ঝড় ওঠান। ‘স্ত্রী-২’ সিনেমায় ‘আজ কি রাত’ গান মুক্তির পর জনপ্রিয়তা কয়েক গুন বেড়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড শো-তে অংশ নিয়েছিলে তামান্না। অনুষ্ঠান শেষে বাঁধে বিপত্তি। মঞ্চ থেকে নামার সময় অভিনেত্রীকে ঘিরে ছবি তোলার হিড়িক লাগে। সেই সময় অভিনেত্রীর আশেপাশে কোনো নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি!

tamanna bhatia

tamanna bhatia


তামান্নাও অনুরাগীদের আবদার মেটাতে দাঁড়িয়ে পড়েন। অতিরিক্ত ভিড়ের মধ্যে অভিনেতার শরীরও স্পর্শ করেন। কেউ কেউ হাত ধরে টানাটানি করেন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেত্রীকে হেনস্তা করার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুষ্ঠান আয়োজকদের এক হাত নিচ্ছেন নেটিজেনরা। অভিনেত্রীর এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘তামান্নার নিরাপত্তা কোথায়?’ অন্য একজন লিখেছেন, ‘ওনাকে (তামান্না) খুবই অস্বস্তিকর পরিস্থিতে ফেলেছেন আয়োজকরা।’ তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তামান্না।

অভিনেত্রীকে সর্বশেষ তেলেগু ছবি ‘ওডেলা ২’-তে দেখা গেছে। তামান্না ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন. সিমহা প্রমুখ।

Continue Reading

আলোচিত

সিলেটে মোটরসাইকেলসহ ৩ যুবককে ধরল পুলিশ

সিলেটে মোটরসাইকেলসহ ৩ যুবককে ধরল পুলিশ

সিলেটের জৈন্তাপুর থানাপুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ‘ইয়ামাহা-R15’ মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। অভিযানে চোরাচালানের মোটরসাইকেলসহ পৃথক ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।সিলেট ভ্রমণ প্যাকেজ

রবিবার (১৮ মে) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, রবিবার (১৮ মে) রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ‘নীল-সাদা রঙয়ের ১টি ইয়ামাহ-R15’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করে। ওই সময় পুলিশি অভিযান টের পেয়ে চোরাচালানে জড়িত একজন চোরাকারবারী পালিয়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পলাতক ১জন আসামীসহ মোট ৪জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাদের ৩জনকে আটক দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।’

Continue Reading

সিলেট

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন
সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন

সিলেট নগরীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একটি ক্লিনিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগীরা।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে কাজলশাহ এলাকায় অবস্থিত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে চার তলাবিশিষ্ট ভবনের তৃতীৃয় তলায় অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কেবিনগুলোতে। ধোঁয়ার কারণে আটকা পড়েন রোগীরা। পরে স্থানীয়রা উদ্ধার করেন রোগীদের। পড়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আরও একজন নার্সসহ দুজনকে উদ্ধার করে।

জানা গেছে, ক্লিনিকটিতে ৯টি কেবিন রয়েছে। ঘটনার সময় সবকটি কেবিনে রোগী ছিলেন।

ঘটনাস্থলে থাকা ফায়ার ফার্ভিস সদস্য নুর রহমান বলেন, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে ভেতরে কোনো মানুষ নেই। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Continue Reading

আলোচিত

সিলেটে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সিলেটে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার (১৪ মে) রাতে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম সাহেদ আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক।

জানা যায়, বুধবার রাতে সাহেদ আহমদকে হেতিমগঞ্জ বাজার এলাকায় আটক করে স্থানীয় জনতা। এসময় তারা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার (১৫ মে) আদালতে পাঠানো হয়েছে।

Continue Reading

Trending