Connect with us

খেলাধুলা

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল, স্বপ্ন এখন জাতীয় দল

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল, স্বপ্ন এখন জাতীয় দল

পেশাদার ক্রিকেটের পাট চুকিয়ে এবার কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করলেন দেশের ক্রিকেটের এক সময়কার পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারটাতেও সাফল্যের ফুল ফোটানোর স্বপ্ন আশরাফুলের। দেশের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা সাবেক এই ক্রিকেট মহারথী হতে চান জাতীয় দলেরই কোচ।

সে লক্ষ্যে পৌঁছাতে যে তিনি বেশ পরিশ্রম করছেন তার বড় প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচের স্বীকৃতি। সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। সার্টিফিকেট পেয়েই নিজের এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন সাবেক এই অধিনায়ক।

সেইসঙ্গে নিজের স্বপ্নের কথাও গণমাধ্যমকে জানান আশরাফুল। হাসিমুখে বলেন, ‘স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।’

গত বছরের ২৬মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও।

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল-১ কোচিং কোর্স করতে হয়নি তার।

Continue Reading

খেলাধুলা

ভারতকে হারাতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন অধিনায়ক তামিম

ভারতকে হারাতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন অধিনায়ক তামিম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তাই শিরোপা ধরে রাখার লড়াইটা কঠিনই হবে জুনিয়র টাইগারদের জন্য। তবে ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন।

এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।
ভারতকে হারাতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন অধিনায়ক তামিম
নিজের এই গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে তামিম বলেন, আজকে আমরা ম্যাচ জিতেছি ভালো লাগছে। আল্লাহর রহমতে সবকিছু আমাদের পক্ষে ছিল। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরও যারা আছে। ওরা অনেক ভালো বল করেছে। এর মাধ্যমে ১১৬ রানে অলআউট করতে পেরেছি।

‘ওদের কাছে বার্তা ছিল, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। যে ভুলগুলো করে এসেছি, সেগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি খুব ভালো লাগছে।’

পাকিস্তানকে ১১৬ রানে আটকে রাখার নায়ক ইকবাল হোসেন ইমন। ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ নিয়ে রোমাঞ্চিত পেসার জানিয়েছেন, দলের জন্য পারফর্ম করতে পেরে খুশি তিনি।

ইমন বলেন, আজকের উইকেটটা আসলেই ভালো ছিল। ফ্রেন্ডলি উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বল করেছি, সফল হয়েছি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি খুবই রোমাঞ্চিত, অনেক খুশি হয়েছি। আসলে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্স।

Continue Reading

আন্তর্জাতিক

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

ভারতীয় ক্রিকেট দলের ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলা অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার-এর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে মেয়ে হয়েছেন। এরপর নিজেই নিজের নাম রেখেছেন আনায়া বাঙ্গার। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

প্রতিবেদনে বলা হয়, আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে তিনি বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার আগে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতাম।’

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি।

আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

Continue Reading

খেলাধুলা

কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা

কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা

কানপুর টেস্টের আগেই নিরাপত্তা নিয়ে হুমকি পেয়েছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা দিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট। তবে সেই নিরাপত্তার মাঝেই কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর হামলা চালিয়েছে ভারতীয় দর্শকরা।

হামলার শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা

বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা


এর আগে, কানপুর টেস্টে বাংলাদেশ দলকে হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। শুধু কানপুর টেস্ট নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বন্ধের (হরতাল) ডাক দিয়েছে সংগঠনটি।

যেই হুমকির প্রেক্ষিতে টাইগারদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা। বুধবার কঠোর নিরাপত্তা দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। মাঠ জুড়ে ছিল পুলিশের ভিড়। বাংলাদেশ দলকে হুমকির কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির।

Continue Reading

খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন সাকিব

অবসরের ঘোষণা দিলেন সাকিব

ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন।
আরও পড়ুন:

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে।

অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-২০ তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।
আরও পড়ুন:

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলবেন তিনি।

Continue Reading

খেলাধুলা

আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারকে পুরস্কারের অর্থ দিলেন মিরাজ

আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারকে পুরস্কারের অর্থ দিলেন মিরাজ

সিরিজ সেরা হিসেবে স্মারক ট্রফির সঙ্গে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ পাকিস্তানি রুপি

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্মারক ট্রফির সঙ্গে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন হয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি ।

পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো এক রিকশাচালকের পরিবারকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পুরস্কার বিতরণ মঞ্চে আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব শেষে সময় চেয়ে নেন মেহেদী হাসান মিরাজ। কিছুটা ধরে আসা কণ্ঠে তিনি জানান, সিরিজ সেরার স্বীকৃতি ও অর্থ পুরস্কার তিনি উৎসর্গ করছেন গত জুলাই-অগাস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালককে।

মিরাজ বলেন, “দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়ে ভালো লাগছে। আমাদের দেশে গত কিছু দিন ধরে সমস্যা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সেখানে একজন রিকশাচালক মারা গেছেন। আমি তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি।”

ডানহাতি এই অলরাউন্ডার দুই টেস্টে দুটি হাফ সেঞ্চুরিসহ ৭৭.৫০ গড়ে ১৫৫ রান করেছেন। চার ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ।

প্রায় ৮ বছর ও ৪৫ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ সেরার স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে পেয়েছিলেন প্রথমবার।

এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৫৫ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নেন মিরাজ। দুই ম্যাচেই ব্যাট হাতে খেলেন মহাগুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি গড়ার পথে তার ব্যাট থেকে আসে ৭৮ রান।

এবারের পাকিস্তান সফরে দুই হাত ভরে পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট জয়ের পর পরের টেস্টেও চলে বাংলাদেশের দাপট। রেকর্ডের মালা গেঁথে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারানোর অধ্যায়ে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে বাংলাদেশ, মিলেছে হোয়াইটওয়াশ করার তৃপ্তি।

Continue Reading

খেলাধুলা

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন ড. ইউনূস

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন ড. ইউনূস

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ! ঐতিহাসিক টেস্ট জয়ের পর, এমন আনন্দের মুহূর্তে, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,’সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।

তিনি ফোনে আরও বলেন, বাংলাদেশ দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

Continue Reading

Trending

Copyright © Beanibazar View24 2015-2024. all rights reserved.